চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন চবির শিক্ষক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছে শিক্ষার্থীদের একাংশ, যারা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ-কে পদত্যাগ করতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থান: ইতিহাস বিভাগের চেয়ারম্যানের কার্যালয়
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রন্টু দাশ যখন সকালে বিভাগে আসেন, তখন একদল ছাত্র তার মুখোমুখি হয়ে তাকে বিভাগীয় চেয়ারপারসনের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে তার শিক্ষকতার পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করা হয়।
চাপের মুখে রন্টু দাশ একটি পদত্যাগপত্র লিখে স্বাক্ষর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর হায়দার আরিফ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রক্টর বলেন, "শিক্ষার্থীরা দুটি সংবাদ উপস্থাপন করে দাবি করছিল যে শিক্ষক একটি মামলার প্রধান আসামি ছিলেন এবং সে কারণে তার পদত্যাগ চাচ্ছিল। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি।"
তিনি আরও বলেন, "আমি শিক্ষার্থীদের বুঝিয়েছি যে কাউকে জোর করে পদত্যাগ করানো যায় না। পরে তারা আমাদের অনুরোধে ঘটনাস্থল ত্যাগ করে।"
এই বিষয়ে মন্তব্যের জন্য অধ্যাপক রন্টু দাশ এবং ইতিহাস বিভাগের চেয়ারপারসন ড. শামীমা হায়দার-এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর ২০০৪ পেজে বিজিট করুন।
Visit/Share: JOB NEWS 2004